মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড দিতে চাই: তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আমরা মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড দিতে চাই, আমরা কৃষকদের কৃষি কার্ড দিতে চাই। আমরা চাই দালানের মানুষের মতো বস্তির মানুষেরাও শিক্ষিত হবেন। আল্লাহ তায়ালা তৌফিক দিলে আমরা সব কাজে সফল হব বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মহাখালি টিএন্ডটি মাঠে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন দেশবাসী তার নেতৃত্বে বহু উপকার পেয়েছে।’

তারেক রহমান বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার ছেলে। কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো, আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি।’

তিনি কড়াইলবাসীসহ দেশবাসীর কাছে আহ্বান জানান, ‘সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করেন।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, মা-বোনদের স্বাবলম্বী ও নিরাপদ চলাচলের জন্য পারিবারিক কার্ড চালুর উদ্যোগ নিতে চান। আল্লাহ তওফিক দিলে কৃষকদের জন্যও পরিবার কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

নিজের অতীত স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ‘আমি আগে ক্যান্টনমেন্ট এলাকায় থাকতাম। সেই বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা আমি ভুলিনি।’

তিনি জানান, এসব অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট বোঝেন এবং করাইলবাসীর জন্য কাজ করতে চান।

স্বাধীনতা যুদ্ধ ও সাম্প্রতিক ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সবার জন্য দোয়া কামনা করেন তারেক রহমান। শেষে তিনি করাইলবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, ‘আল্লাহ যদি রহম করেন এবং আপনারা দোয়া করেন, তাহলে আমরা এসব কাজ বাস্তবায়ন করতে পারব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X