শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ব্যতিক্রমী কর্মসূচিকে ধন্যবাদ দিল পুলিশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
ডিএমপি’র লোগো
expand
ডিএমপি’র লোগো

রাজধানীতে চলাচল ও জনভোগান্তির কথা মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পূর্বনির্ধারিত র‍্যালির বদলে স্বেচ্ছাশ্রমে খাল–নর্দমা পরিষ্কার অভিযানের আয়োজন করেছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ঘনবসতিপূর্ণ ঢাকায় রাস্তায় বড় ধরনের রাজনৈতিক সমাবেশ হলে যানজট ও জনদুর্ভোগ বেড়ে যায়।

বিএনপির এই বিকল্প কর্মসূচি নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে, যা ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।

ডিএমপি জানায়, গত ২৩ আগস্ট ঢাকায় ৩২টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছিল।

বিএনপির নতুন উদ্যোগ সেই আহ্বানেরই প্রতিফলন বলে মনে করছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরবাসীর স্বস্তি ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সড়ক অবরোধ ছাড়া গঠনমূলক কর্মসূচি গ্রহণ করায় বিএনপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন