

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানী জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি থাকায় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করছেন।
সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি কর্মী ও সমর্থকদের সামনে নিজের পাঞ্জাবি খুলে গায়ে পরা বুলেটপ্রুফ জ্যাকেটটি প্রদর্শন করেন।
সেখানে তিনি বলেন, তার জীবনের ওপর হুমকি রয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী পরে বিবিসি বাংলাকে নিশ্চিত করেন, ভিডিওটি তারই।
তিনি বলেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই তাকে এ ধরনের সুরক্ষা নিতে হচ্ছে। তার ভাষায়, তিনি ঘরে বসে থাকতে পারেন না, তাই সতর্কতা হিসেবে বুলেটপ্রুফ জ্যাকেট পরছেন।
জিলানীর দাবি, বিভিন্ন সময় নানা ধরনের হুমকি পাচ্ছেন। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও তাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন দিক থেকে তার জীবনের ঝুঁকির কথা জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে হতাশা প্রকাশ করে জিলানী বলেন, সংসদ নির্বাচনে অংশ নেওয়া তার গণতান্ত্রিক অধিকার। মানুষের জন্য রাজনীতি করলেও এভাবে প্রাণনাশের আশঙ্কা তৈরি হওয়া দুঃখজনক।
তিনি আরও জানান, নির্বাচনী সব মতবিনিময় সভায়ই তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে অংশ নিচ্ছেন।
কারা এসব হুমকির সঙ্গে জড়িত এমন প্রশ্নে তিনি বলেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কাছ থেকেই তাকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যে গোপালগঞ্জ–৩ আসন থেকে এসএম জিলানী নির্বাচন করছেন, সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্বাচনী এলাকা। জিলানীর ভাষ্য অনুযায়ী, তিনি এর আগেও ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে একই আসন থেকে শেখ হাসিনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মন্তব্য করুন

