

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ বিরতির পর ঠাকুরগাঁও জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২৩ বছর পর তার এই আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ও ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
জেলা বিএনপির একাধিক সূত্র জানায়, আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন তারেক রহমান। জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে নিহত চার শহীদ—রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের প্রতি শ্রদ্ধা জানানো এবং দলের সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য।
কর্মসূচি অনুযায়ী, ১২ জানুয়ারি রাতে সড়কপথে ঠাকুরগাঁওয়ে আসবেন তিনি। যাত্রাপথের কারণে নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। ওই রাতে তিনি শহরের ব্যুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রের গেস্ট হাউসে অবস্থান করবেন।
পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে গণঅভ্যুত্থানে নিহত শহীদ আল মামুনের কবর জিয়ারত করবেন তারেক রহমান। অন্য তিন শহীদের কবর ভিন্ন ভিন্ন স্থানে হওয়ায় সময়ের সীমাবদ্ধতার কারণে শুধু আল মামুনের কবরেই শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপি।
এরপর সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। দোয়া মাহফিল শেষে প্রায় এক ঘণ্টা নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষ করে একই দিন তিনি পঞ্চগড় জেলার উদ্দেশে যাত্রা করবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, সড়কপথে আসার কারণে সুনির্দিষ্ট সময় বলা কঠিন হলেও রাতে গেস্ট হাউসে অবস্থানের বিষয়টি নিশ্চিত।
তিনি আরও জানান, ২০০৩ সালে শীত মৌসুমে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচিতে সর্বশেষ এখানে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২৩ বছর পর তার পুনরাগমন নেতাকর্মীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ও আবেগঘন।
নির্বাচনী আচরণবিধির কারণে বড় জনসমাবেশ না হলেও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও হওয়ায় এই সফর রাজনৈতিকভাবে বাড়তি গুরুত্ব পাচ্ছে। দলীয় নেতাকর্মীদের মতে, তারেক রহমানের উপস্থিতি তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়াবে।
এদিকে সফরকে ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন

