

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় পুরাতন স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে উদ্যোমী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
তবে এই সম্মেলনের ব্যানার ও দাওয়াতপত্রে কিশোরগঞ্জের আলোচিত নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নাম রাখা হয়নি। তাকে অতিথি করা হয়নি।
ফজলুর রহমানকে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত বিতর্কিত বক্তব্যের কারণে তিন মাসের জন্য দলীয় সমস্ত পদ থেকে স্থগিত করা হয়েছিল।
এর আগে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন এবং কিশোরগঞ্জ জেলার সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সাম্প্রতিক ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, “দলের নেতাকর্মীদের অনুরোধ করব আমার স্থগিত আদেশ তুলে দিন।
সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দীর্ঘ আট বছর এই সম্মেলন করেছি। আমাকে বলে বাতিল হয়ে গেছি, সম্মেলনে যেতে পারব না। এটা কে সহ্য করতে পারে?”
তিনি আরও উল্লেখ করেন, তিনি বিএনপির জন্য বহুবার আত্মত্যাগ করেছেন, জেল ও নির্বাসন ভোগ করেছেন এবং নেত্রী খালেদা জিয়ার নামে শতাধিক বক্তৃতা দিয়েছেন।
তিনি দাবি করেন, তার অবস্থান ও অবদান বিবেচনা না করে তাকে স্থগিত করা হয়েছে।
ফজলুর রহমান বলেন, “কিশোরগঞ্জে আট বছর নেতৃত্ব দিয়েছি। সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী আসবেন, আর আমি ঢাকায় বসে থাকব। যে দলের জন্য আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি, সেখানে কেউ বলতে পারবে না আমাকে সম্মেলনে আসতে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    