শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নেত্রীকে রক্ষায় কুরআন ছুঁয়ে টাকা নিলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি:  সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে নুরউদ্দিন খাঁন নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেত্রীকে রক্ষা করার প্রতিশ্রুতির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পবিত্র কুরআন মাথায় রেখে নগদ অর্থ নেওয়ার ঘটনাও ভিডিওতে ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়তেই জেলায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

নুরউদ্দিন খাঁন শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে মানবপাচার, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ নানা অভিযোগে অভিযুক্ত হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বেঁচে যান বলে স্থানীয়রা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারকে রাজনৈতিক হয়রানি থেকে বাঁচানোর আশ্বাস দিতে কুরআন মাথায় রাখেন নুরউদ্দিন। এ সময় তার কাছ থেকে দুই লাখ টাকা নিতে দেখা যায় বিএনপি নেতাকে।

রোজিনা অভিযোগ করে বলেন, প্রথমে দুই লাখ টাকা নিলেও পরে আবারও অর্থ দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকার করলে হত্যার হুমকি ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখান। এখন আমি আতঙ্কে আছি।

ভিডিও প্রকাশ্যে আসার পর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে শুধু প্রতারণা নয়, ধর্মীয় অবমাননা হিসেবেও দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কটাক্ষ করে লিখেছেন—“এবার বুঝি কুরআন দিয়ে টাকা তোলার নতুন ব্যবসা শুরু হলো।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও এ ঘটনায় বিব্রত। তারা মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড পুরো দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। তাকে শোকজ করা হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন