শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমি বিএনপির মতো দল করব না: ফজলুর রহমান

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অ্যাডভোকেট মো. ফজলুর রহমান
expand
অ্যাডভোকেট মো. ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে সাময়িক স্থগিত হওয়া অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল গঠিত হবে। এই দল যদি নির্বাচন করে, এটি ইমরান খানের দল-এর মতো দৃঢ় অবস্থান রাখবে।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে দেওয়া এক বক্তব্যে ফজলুর রহমান বলেন, প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবে। মোট ৩০০ ক্যান্ডিডেট থাকবে। আমি এটা বলেই দিচ্ছি।

তিনি অভিযোগ বলেন , দলের পক্ষ থেকে তাকে স্থগিত করা হয়েছে। আমাকে বলা হলো, কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারব না। কে সহ্য করতে পারে এগুলো। আমি তো মানুষের মতোই কাজ করেছি – জেল খেটেছি, নির্বাসনে থেকেছি, দেশের নেত্রী খালেদা জিয়ার নামে ৩০০ বক্তব্য দিয়েছি, যা বিশ্ব রেকর্ড।

ফজলুর রহমান বলেন, আমার নেত্রী এখন সুস্থ আছেন, কিন্তু তিনি জানেন না। তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি, বিএনপির নেতাদের চাঁদাবাজি ও ধান্দাবাজির বিরুদ্ধে যে বক্তব্য দিই, সেটা কেউ দেয় না। এক কথার জন্য আমাকে তিন মাসের জন্য দলের সব কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের জন্য নতুন দল গঠনের প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযোদ্ধার পক্ষে দেশে একটি দল হবে। আমি থাকব কিনা, সেটা পরে দেখা যাবে।

তিনি বিএনপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তুলে ধরে বলেন, ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খালেদা জিয়া আমাকে কিশোরগঞ্জে দলের আহ্বায়ক করেছিলেন। আমি হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, গায়ের রক্তে সম্মেলনে হাজির হয়েছিলাম। কিশোরগঞ্জে আট বছর নেতৃত্ব দিয়েছি। এখন কয়েকদিন পর সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী আসবে, আর আমি ঢাকায় বসে থাকব।

৭৮ বছর বয়সী ফজলুর রহমান আরো অভিযোগ করে বলেন, একজন মানুষের প্রতিটা সময় মহা মূল্যবান। আমাকে তিন মাস ঘরে বসিয়ে রাখা হয়েছে। সম্মেলনের আগে বরখাস্ত আদেশ তুলে না নিলে আমার দুই পথ থাকবে – রাজনীতি ছেড়ে দেওয়া, বা ভিন্ন পথে এগোয়া।

তিনি স্পষ্ট করেন, আমি বিএনপির মতো দল করব না। তবে জীবন থাকলে দেশের জন্য কাজ করব। যদি বিএনপি আমাকে দলে না নেয়, আমি একা হলেও রইলাম। বিদেশে থাকা ২ কোটি মানুষকে চ্যালেঞ্জ করি, ৯৯ শতাংশ আমাকে সমর্থন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন