মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মীয় উগ্রতার কারণে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিবে না: বিএনপি নেতা এ্যানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
expand
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তাদের দল ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে রাজনীতি করে না।

এ্যানি বলেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে ভোট চায়, জান্নাতের প্রতিশ্রুতি দেয়- যা বিভ্রান্তিকর।

অথচ তারাই আবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছে। তিনি দাবি করেন, ধর্মীয় উগ্রতার কারণে স্থানীয় মানুষ কখনও ওই প্রতীকে ভোট দেয়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

এ্যানি বলেন, দেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অন্তর্ভুক্ত করার উদ্যোগ সর্বপ্রথম শহীদ জিয়াউর রহমান নেন।

তবে তিনি বিএনপিকে কোনো ধর্মীয় দল হিসেবে পরিচয় দেননি; রেখেছেন জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে।

কারণ বাংলাদেশের ভূখণ্ডে সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করে, আর বিএনপি সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখে।

অনুষ্ঠানে সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া এবং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X