মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করার চেষ্টা চলছে: সালাহউদ্দিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
সালাউদ্দিন আহমেদ
expand
সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করার চেষ্টা চলছে এবং গণতন্ত্রে উত্তরণ যেন সহজে না হয়, সে জন্য বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে সেটা হবে পরাধীনতা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

সালাউদ্দিন আহমদ সতর্ক করে বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর যদি জনগণ নিষ্ক্রিয় হয়ে যায়, তবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না।

আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, যার বিপরীতে বিএনপি প্রতিরোধ অটুট রেখেছিল।

তরুণদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে তরুণরা দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ফ্যাসিস্ট বিদায় করেছে।’

মঈন খান আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা এগিয়ে চলেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বিভাজনের রাজনীতি করেননি। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে সামনের দিকে এগিয়ে গিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুক।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X