সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কমতে পারে মোবাইলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
মোবাইল
expand
মোবাইল

দেশে মোবাইল ফোনের দাম কমানোর লক্ষ্যে উৎপাদন ও আমদানি উভয় পর্যায়ে কর ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকভাবে বাণিজ্য খাতে কর আদায়ের যে চর্চা রয়েছে, তার তুলনায় দেশে তুলনামূলকভাবে বেশি কর আরোপ করা হয়। তবে এই কর কাঠামো মূলত রাজস্ব বাড়ানোর জন্য নয়, বরং স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সম্প্রতি কর ছাড়ের বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। আমদানি শুল্ক কমানো হলে স্থানীয় বিনিয়োগ কীভাবে সুরক্ষিত থাকবে এই প্রশ্নও তারা তুলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এনইআইআর ব্যবস্থা চালুর পর সরকার বিষয়টি কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে ভাবছে।

আবদুর রহমান খান বলেন, এনবিআরের অবস্থান হলো দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা এবং ভোক্তাদের সুবিধা নিশ্চিত এই দুই বিষয়কে গুরুত্ব দিয়ে মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোনের দাম কমানোর উদ্যোগ নেওয়া। সে লক্ষ্যে আমদানি ও স্থানীয় উৎপাদন দুই ক্ষেত্রেই কর ছাড় দিতে সরকার প্রস্তুত।

তিনি আরও বলেন, বর্তমানে উচ্চমূল্যের অনেক ফোন অনানুষ্ঠানিক বা গ্রে মার্কেটের মাধ্যমে দেশে প্রবেশ করছে, যার ফলে সরকার প্রকৃত অর্থে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এনইআইআর কার্যকর হলে এসব ফোন বৈধ ব্যবস্থার আওতায় আসবে। এতে কর ছাড় দেওয়া হলেও দীর্ঘমেয়াদে রাজস্ব আদায় বাড়ার সম্ভাবনা রয়েছে।

এনবিআর চেয়ারম্যান জানান, স্থানীয় শিল্প সুরক্ষার জন্য অতীতে অনেক পণ্যে উচ্চ আমদানি শুল্ক আরোপ করা হয়েছিল। তবে ভোক্তা স্বার্থ ও বাজার বাস্তবতা বিবেচনায় নিয়ে মোবাইল ফোনের ক্ষেত্রে এই শুল্কহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আগামীকাল বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে দেশে মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা বা এনইআইআর কার্যকর হচ্ছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ফোনগুলো ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ থাকবে। এরপর এসব ফোন আর কোনো মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত করা যাবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X