

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য শেরপুর জেলার সীমান্তজুড়ে বিজিবি’র কড়া নজরদারি চলছে। এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করে বিজিবি।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি’র বারোমারি বিওপির টহলদল তাদের আটক করে। আটককৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া এলাকার ফিলিক্সের ছেলে বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং নিকোলাস রেমার ছেলে চিসল নেংমিনজা (২৩)।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, বারোমারি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামাশ্বশুর ও তার ঘনিষ্ঠ বন্ধু সীশলকে আটক করা হয়।
এর আগে, ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।
মন্তব্য করুন
