শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনার ইসলামই আসল, মওদুদীর ইসলাম পাকিস্তানের: বিএনপি নেতা এ্যানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
expand
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা আল্লাহর সন্তুষ্টি বা বিশ্বাসের চেয়ে রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে, তাদের ধর্মচর্চা আসল ইসলাম নয়।

এ্যানি বলেন, মদিনার ইসলামই প্রকৃত ইসলাম, আর মওদুদীর ইসলাম মূলত পাকিস্তানী প্রেক্ষাপটে সৃষ্টি।

তিনি সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার করইতলা এলাকায় ধানের শীষের তরুণ সমাবেশে এসব কথা বলেন।

এ্যানি বলেন, মওদুদীর ছেলে নিজেও বাবার পন্থার বিরোধী হয়েছেন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল জনগণের জান্নাতের "টিকিট" দিতে পারে না। জান্নাত নির্ভর করে ব্যক্তির ঈমান, কর্ম এবং নৈতিকতায়।

এ্যানি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়া মাত্র ৩৬ বছর বয়সে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তিনি সরাসরি অস্ত্র হাতে রণাঙ্গণে ছিলেন, এবং তার ডাকেই তরুণ সমাজ যুদ্ধে অংশগ্রহণ করেছে।

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, এবার তারা তাদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেবে। ধানের শীষ প্রার্থীর প্রতি ভোট গণতান্ত্রিক শক্তিকে তুলে ধরে এবং বিজয় নিশ্চিত করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের প্রতিনিধিরা। তারা এ্যানির বক্তব্যকে সমর্থন জানান এবং তরুণদের ভোটে সক্রিয় ভূমিকার জন্য আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X