সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার রায়ের পর কোথাও নেই আ‘লীগ-ছাত্রলীগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণা হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েনি।

রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে উত্তেজনা সৃষ্টি ও পরিস্থিতি ঘোলাটে করার হুমকি দিলেও বাস্তবে ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মকাণ্ড সম্পূর্ণ অনুপস্থিত। সম্ভাব্য নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী পুরো শহরজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে।

রাজধানীতে যান চলাচল বিকাল পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী লীগ কিছু ঝটিকা মিছিল করলেও হাসিনার রায়ের পর এমন কিছুর খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে ৫ বছরের সাজা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় অন্য দুই আসামির তুলনায় কম সাজা হয়েছে তার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন