সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনায় নিষিদ্ধ আ. লীগের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
ডিএমপির লোগো
expand
ডিএমপির লোগো

রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ২৫ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা গোপনে বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা প্রচার, ঝটিকা মিছিল ও উসকানিমূলক স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন।

তারা ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাম ও প্রতীক ব্যবহার করে এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন বলে ডিবি জানিয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রায়হান খান আজাদ, নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক (ছোটন চৌধুরী), শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (বাবলু), মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন খোকন, মিরপুর থানা আওয়ামী লীগের সহ–সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, শ্রমিক লীগ কর্মী জসিম ও মৎস্যজীবী লীগের মাহবুব রহমানসহ অনেকে।

এদের মধ্যে কেউ কেউ ঢাকার বাইরের জেলা থেকেও এসেছিলেন— কুমিল্লা, শরীয়তপুর, হবিগঞ্জ, নোয়াখালী, নেত্রকোনা, সিলেট, বরগুনা ও আশুলিয়া অঞ্চল থেকে আগত নেতাকর্মীরাও তালিকায় রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

ডিবির নয়টি ইউনিট—মিরপুর, রমনা, সাইবার, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ ও গুলশান বিভাগ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে তারা গোপন বৈঠকের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন।

ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান বলেন, “রাজধানীতে নাশকতার আশঙ্কা প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন