শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম
রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে
expand
রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে

রাজবাড়ীতে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন।

রোববার তার মামলার হাজিরা থাকায় পুলিশ তাকে আদালতে আনে। এসময় আদালত চত্বরে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ সেখান থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম বলেন, আদালত চত্বর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর বলেন, আদালত এলাকায় স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X