

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) কমিটি কয়েক মাস আগে স্থগিত করার পর রোববার কমিটি পুনরায় সচল করা হয়। তবে এ উদ্যোগের পরপরই ফরিদপুর, চান্দিনা ও কুড়িগ্রামে সংগঠনের তিন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন।
ফরিদপুরে, বৈছাআ’র জেলা শাখার মুখপাত্র জেবা তাহসিন দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি জানিয়ে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন।
কুমিল্লার চান্দিনায়, বৈছাআ’র উপজেলা সদস্য সচিব ও জেলা যুগ্ম আহ্বায়ক আবু হানিফ পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, সাম্প্রতিক কিছু অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনের মূল চেতনার পরিপন্থি আচরণ তাঁকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাই তিনি নিজের বিবেকের তাড়নায় পদ থেকে দায়িত্ব পালনের অক্ষমতা প্রকাশ করেছেন।
কুড়িগ্রামে, বৈছাআ’র জেলা মুখ্য সংগঠক মো. সাদিকুর রহমানও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে জানান, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিষয়টি বিবেচনা করে নতুন কমিটি গঠনের পরামর্শ দেওয়া উচিত।
এর ফলে সংগঠনের তিন শীর্ষ নেতার পদত্যাগ বৈছাআ’র সাম্প্রতিক কমিটি পুনর্গঠনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন
 
                    