

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আমজনতা দলের সদস্য সচিব তারেক বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদের এক সময়ের মেস ভাড়া ও প্রাথমিক খরচ তাদের সংগঠন বহন করেছিল।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক বলেন, “এই আসিফ-নাহিদদের মেসভাড়া আমরা দিয়েছি। তাদের ফোন কেনা থেকে শুরু করে সাইকেল পর্যন্ত যত প্রয়োজনীয় খরচ ছিল, সব আমরা বহন করেছি। এনসিপির অনেক নেতা একসময় আমাদের সংগঠনের কর্মী ছিলেন।
আমি তাদের রাজনীতিতে এনেছি। কিন্তু এখন তারা অন্য দলে গিয়ে নিজেদের আলাদা পরিচয় তৈরি করছে। বাস্তবে তাদের রাজনৈতিক ভিত্তি এসেছে আমাদের কাছ থেকেই।”
তিনি আরও অভিযোগ করেন, “এখন এই তথাকথিত ছাত্র সমন্বয়কারীরা নিজেদের সজ্জন বা দরবেশ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। অথচ নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, মানুষ ধরা কিংবা জামিনে প্রভাব খাটানোর মতো কাজ তারাই করছে। গণমাধ্যমে অনেক খবর আসে, কিন্তু এর পেছনের বাস্তবতা মানুষ জানে না।”
তারেক রহমান বলেন, “অনেকেই এখন আমার সামনে আসতে চায় না। টকশোতেও আমার সঙ্গে বসা এড়িয়ে চলে। কারণ তারা জানে—আমি তাদের অতীত জানি। আমাদের সংগঠন শুরু থেকেই তরুণ কর্মীদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করে এসেছে, কিন্তু অনেকে সেই সহযোগিতা ভুলে গেছে।”
তিনি যোগ করেন, “এক সময় যারা আমার কাছ থেকে মেসভাড়া, খাবার বা ফোনের টাকা নিত, তারা বলত—‘ভাইয়া, একটু সাহায্য করেন’। আজ সেই ছেলেরা রাজনীতির মাঠে এসে আমাদের বিরোধিতা করছে। জনগণকে এই বাস্তবতা জানা উচিত।”
তারেক আরও বলেন, “আমরা রাজনীতি করেছি দেশের জন্য, ক্ষমতার দালালি করার জন্য নয়। আমাদেরও অনেক সুযোগ ছিল, কিন্তু আমরা সেগুলো নিইনি। আজ যারা সুযোগ নিয়েছে, দেশের মানুষ তাদের অবস্থাই দেখছে।”
মন্তব্য করুন
