সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভালো হয়ে যাও মাসুদ’, কাকে হুঁশিয়ারি করলেন তাহেরি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
মুফতি গিয়াস উদ্দিন তাহেরি
expand
মুফতি গিয়াস উদ্দিন তাহেরি

আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, সুন্নিদের দুর্বল হিসেবে দেখা উচিত নয়, আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জানি। তিনি উল্লেখ করেন, ৫৩ বছরের মধ্যে বর্তমান সময়ে সুন্নিদের জয়গান চারদিকে শোনা যাচ্ছে।

রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকা মাঠে অনুষ্ঠিত কক্সবাজার সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদ।

মাদকসেবী, ঘুষখোর ও সুদখোরদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান তুলে তাহেরি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বাক্য ‘ভালো হয়ে যাও মাসুদ!’ এর মাধ্যমে তিনি সতর্কবার্তা দিয়েছেন।

কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং গাউসিয়া কমিটির কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে পূর্বেও আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। বর্তমানে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X