

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের মন্তব্য করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন প্রকৃত অর্থে স্বাধীন বা নিরপেক্ষ হবে না।
তার মতে, “এবার সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।”
শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির আয়োজিত মতবিনিময় সভায় জিএম কাদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সাধারণভাবে যে ধরনের নির্বাচনে একটি পক্ষ সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে থাকে, সেখানে প্রতিপক্ষ স্পষ্ট থাকে। কিন্তু এবারে আমরা মূলত দুই ধরণের দলের প্রতিযোগিতা দেখছি—সরকারি পক্ষ এবং আধা-সরকারি পক্ষ। অন্য কোনো প্রতিপক্ষ প্রকৃত অর্থে নেই। তাই এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হবে, যেখানে কিছুটা পূর্বনির্ধারিত দল বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।”
জিএম কাদের আরও বলেন, “ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা, আমরা সেটাকে সঠিক অর্থে নির্বাচন মনে করি না। সরকারি দল যে সুবিধা পাচ্ছে—প্রটোকল, সুযোগ-সুবিধা—সেগুলো সম্পূর্ণভাবে নিশ্চিত।
এদের পৃষ্ঠপোষক দলগুলোর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল। অন্যদিকে আধা-সরকারি দল হিসেবে বিএনপি পুরোপুরি প্রশাসনিক নিয়ন্ত্রণ করতে পারছে না, তবে কিছুটা অংশ নিয়ন্ত্রণে রাখছে।”
তিনি মন্তব্য করেন, “এখনও নির্বাচনপ্রস্তুতিতে প্রায় অর্ধেক মানুষকে বাইরে রাখা হচ্ছে। পূর্বেও শেখ হাসিনা সরকারের সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সরকারের এই নিয়ন্ত্রণ ও নির্বাচন প্রক্রিয়া আমরা আগেও সমালোচনা করেছি।”
জিএম কাদের দাবি করেন, “এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা মূলত সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যে হবে। সামান্য কিছু ব্যতিক্রম থাকলেও, নির্বাচন কার্যত এই দুই দলের মধ্যে সীমাবদ্ধ।”
মন্তব্য করুন
