

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনায় হেফাজত ইসলাম বাংলাদেশের জেলা কাউন্সিল হঠাৎ হট্টগোল এবং হাতাহাতির কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে জেলা পাবলিক হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দুপুর দুইটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতা-কর্মী এবং নেত্রকোনার প্রখ্যাত আলেমেরা বক্তব্য রাখেন। পরে জেলা কমিটি গঠন প্রক্রিয়ায় সমর্থন প্রকাশের সময় মঞ্চে এবং দর্শকসভার মধ্যে হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় কেন্দ্রীয় কমিটির সদস্যরা কাউন্সিল স্থগিত করেন।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মাও. আজিজুল হক ইসলামাবাদী এবং সহকারী মহাসচিব মাও. আতা উল্লাহ আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিনিয়র যুগ্ম মহাসচিব মাও. জুনাঈদ আল হাবিবের। তবে হট্টগোলের খবর পেয়ে তিনি কাউন্সিলে যোগ দেননি।
কাউন্সিলে নেত্রকোনা জেলার দশ উপজেলার ইউনিট কমিটির সভাপতি, সম্পাদক এবং সাধারণ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
