

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালানোর সময় গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন ভূঁইয়া।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা কমিটির আহ্বায়ক ছিলেন।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুরাদ হোসেনকে আটক করা হয়।
পরে সোমবার সকালে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানিয়েছেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহার রয়েছে। প্রক্রিয়াজাতির পর তাকে আদালতে পাঠানো হবে।
মুরাদ হোসেন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটমাথা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পদে নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
মন্তব্য করুন
