সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাপা ভাঙতে চায় অন্তর্বর্তী সরকার: জি এম কাদের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
expand
জাপা ভাঙতে চায় অন্তর্বর্তী সরকার: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, শেখ হাসিনা সরকারের ন্যায় বর্তমান অন্তর্বর্তী সরকারও দলকে ভাঙতে চায়।

তবে সাম্প্রতিক সময়ে দলের সিনিয়র নেতাদের আলাদা হয়ে যাওয়া তিনি দলের জন্য মঙ্গলজনক হিসেবে দেখছেন।

সিনিয়র নেতাদের দলে না থাকার বিষয়ে কাদের বলেন, এ ধরনের নেতারা দূরে সরে যাওয়ায় জাতীয় পার্টি তার নিজস্ব চরিত্রে আত্মপ্রকাশ করতে পারছে। এটি দলের জন্য বিরাট মঙ্গল এনেছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে এলে অন্তর্বর্তী সরকারও জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করবে।

আমাকে বলা হয়েছিল সরকারের পক্ষে কথা বলার জন্য ও সরকারের সঙ্গে থাকার জন্য। তাদের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি। এখন যে বিভাজন দেখা যাচ্ছে, তার পেছনে অন্তর্বর্তী সরকারের হাত আছে।

অন্যদিকে, দলের নতুন অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ কাদেরের মন্তব্যকে ভ্রান্ত এবং সমালোচনাযোগ্য বলে মন্তব্য করেছেন।

কাদের নিজে বলেছেন,সিনিয়র নেতাদের বাদ দিয়ে দল গঠন করার বিষয়টি ।

ভারতের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা স্পষ্ট যে, উনি স্বেচ্ছাচারিতার কারণে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।

মাহমুদের বক্তব্য, কাদের দলে থাকতে পারলেও চেয়ারম্যান হিসেবে নয়, কারণ কাউন্সিল ইতিমধ্যেই তাদের সিদ্ধান্ত দিয়েছে।

জি এম কাদের জানিয়েছেন, সামনের দিকে তিনি জাতীয় পার্টিতে একটি নতুন চেহারা গড়তে চান।

তিনি বলেন, এবার ঘরে আর কোনো মেরামতকাজ হবে না, নতুনভাবে দল গঠন হবে।”

অন্যদিকে, আনিসুল ইসলাম মাহমুদ দলে কাদেরের অবস্থান সম্মানের সঙ্গে রাখার আশ্বাস দিয়েছেন।

দলের দুই অংশ আগামী নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এখন মূল প্রশ্ন, কোন পক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ডাক পাবে এবং ‘লাঙ্গল’ প্রতীক কার হাতে থাকবে, সেটি সময়ের সঙ্গে জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X