শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘জনমত ও জরিপের শীর্ষে থাকা প্রার্থীই পাবেন বিএনপির মনোনয়ন’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
ডা. এ জেড এম জাহিদ হোসেন।
expand
ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সংলগ্ন রাস্তা থেকে র‌্যালিপূর্ব এক বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. জাহিদ।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের কাছে যারা সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবেন তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন।’

জাহিদ হোসেন বলেন, ‘গত ১৮ মাস আগে থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী নেতাকর্মীরা ব্যস্ত আছেন। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন তিনি।’

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই আছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। এ সময় বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে তাকে। শেখ হাসিনার পতনের পর তার দেশে আসার পথ খুললেও এখনো আসেননি তিনি। লন্ডন থেকেই দলের কাজ পরিচালনা করছেন।

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে দলটির অনেক নেতা বিভিন্ন কর্মসূচিতে বললেও এখন পর্যন্ত আসেননি তিনি। আজও একই কথা বলেন বিএনপি নেতা জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন