শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই মুয়াজ্জিনের পাশে দাড়ালেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে "বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি" শীর্ষক সংবাদটি প্রকাশিত হলে বিএনপি'র চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

এরই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান-এর নির্দেশে এবং 'আমরা বিএনপি পরিবার'- এর আহবায়ক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) নওগাঁয় সেই চাকুরীচ্যুত মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর সাথে সাক্ষাৎ একটি প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন)। এসময় তিনি বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন, আগামী দুই মাসের অগ্রীম বেতন সহ আগামীতেও পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X