সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গালি কখনো সত্যকে ঢাকতে পারে না: তাসনিম জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা
expand
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের তাসনিম জারার উপড় হামলা হয়েছে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।

এ নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তাসনিম জারা.... তার পোষ্ট হুবহু তুলে ধরা হলো।

ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।

ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন— - একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন। - একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন। - রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন। - একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না। - একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না। - একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোন ভয় ছাড়া। আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X