

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে মঙ্গলবার রাতে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইনগত অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে।
হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (ওয়ার্ড ০১, ১৭ ও ১৮) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।
তথ্য অনুযায়ী, হাজেরা খাতুন ২০০২ সালে গুলশান থানা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৮ ও ২০০৮ সালে সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    