

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই আন্দোলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।
বুধবার (৭ জানুয়ারি) ঝিনাইদহে দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন। রাশেদ খান বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করেই তারা ওই সময় আন্দোলনে অংশ নিয়েছেন।
তিনি বলেন, ‘তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন।
এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।’
রাশেদ খান আরো বলেন, ‘সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনায় দলের সব নেতাকর্মী আমার পক্ষে কাজ করবেন।’
ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্যের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির সব নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।’ এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।’
মন্তব্য করুন

