শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংগৃহীত টাকা ফেরত প্রসঙ্গে যা বললেন তাসনিম জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম
তাসনিম জারা
expand
তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডা. তাসনিম জারা।

দল থেকে পদত্যাগের আগে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ৪৬ লাখ ৯৩ হাজার টাকা তোলেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা টাকা ফেরত চান, তাদের ফেরত দেওয়ার কথা বলেছিলেন জারা। কবে নাগাদ সেই টাকা ফেরত দেবেন, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

সোমবার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে তাসনিম জারা বলেন, যারা ফেরত চান, তাদের ফরম পূরণ করে পাঠানোর অনুরোধ জানিয়েছি। অনেকে ফেরত চেয়েছেন। এখনো যারা ফেরত চাননি, তাদেরও অনুরোধ করব, আপনারা জানান। যারা ফেরত চাইবেন, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে।

গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায়ই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

এরপর প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচন কমিশনে জমা দেন। পরে মনোনয়নপত্রও জমা দেন। তবে গত ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন দুইজনের স্বাক্ষরের গড়মিলের কারণে। মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X