বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতির দাবিতে মাঠে নামলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
expand
পিআর পদ্ধতির দাবিতে মাঠে নামলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতৃত্বে বৃহৎ সমাবেশ ও বিক্ষোভ-মিছিল করেছে।

এসময় জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, নির্বাচনকে লেভেল-প্লেয়িং ফিল্ড করা, জুলাই সনদের আইনি ভিত্তিতে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার পর্যন্ত ওই রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ হয়। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু করে দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

এসময় গণহত্যার বিচার নিশ্চিতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়। সমাবেশে কেউ কেউ প্রাথমিক পর্যায়ের স্কুলে গান ও নাচের শিক্ষক নিয়োগ করায় আপত্তি জানান।

সমাবেশ শেষে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন রাস্তা দিয়ে শুরু হয়ে পল্টন মোড় পর্যন্ত গিয়ে আবার বাইতুল মোকাররমের সামনে এসে শেষ হয়। কোরআনের আয়াত তিলাওয়াত করে মিছিল শেষ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন