মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডিজিটাল নামজারি: সরকারের জরুরি নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩১ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫ সালের জুলাই থেকে দেশের ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া ডিজিটাল নামজারি পদ্ধতি শিগগিরই সারাদেশে সম্প্রসারিত হবে।

এই পদক্ষেপ জমির মালিকানা সংক্রান্ত জটিলতা কমাবে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ করবে।

নতুন নিয়ম অনুযায়ী: এখন থেকে শুধু দলিল থাকলেই জমির মালিকানা প্রমাণ হবে না। ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’ অনুযায়ী, জমির দলিলের সঙ্গে নামজারি বাধ্যতামূলক করা হয়েছে।

নামজারি কেন জরুরি: নামজারি না থাকলে সরকার রেকর্ডে আপনি বৈধ মালিক হিসেবে গণ্য হবেন না।

জমি বিক্রি করা, উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করা বা খাজনা পরিশোধ করা সম্ভব হবে না।

ভবিষ্যতে জমি নিয়ে আইনি জটিলতার সম্ভাবনা বাড়বে।

প্রক্রিয়া ও ফি: নামজারির আবেদন অনলাইনে করা যাবে। আবেদন ফি মাত্র ১১৭০ টাকা।

আবেদন দাখিলের পর এসএমএসের মাধ্যমে শুনানির তারিখ জানানো হবে।

সমস্যা হলে ভূমি মন্ত্রণালয়ের হেল্পলাইন ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ করা যাবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।

নামজারি ছাড়া জমির মালিকানা আইনগতভাবে নিশ্চিত হবে না। নামজারি সম্পন্ন না করলে কেউ অন্য ব্যক্তি জমি বিক্রি করতে পারে, আর রেকর্ডে আপনার নাম থাকবে না। তাই সরকার সবাইকে দ্রুত নামজারি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন