রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্টারপোলের সাধারণ অধিবেশনে গেলেন আইজিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম
expand
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সভায় যোগ দিতে মরক্কো সফরে গেছেন বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রোববার (২৩ নভেম্বর) তিনি ঢাকায় থেকে মরক্কোর উদ্দেশে যাত্রা করেন।

সোমবার (২৪ নভেম্বর) মরক্কোর মারাকেশ শহরে বিশ্বের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী এই বৈঠক শুরু হয়েছে, যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। সম্মেলন শেষে আইজিপি ৩০ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইজিপি বাহারুল আলম। তিনি সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধান ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। এসব বৈঠকে তথ্য ও গোয়েন্দা বিনিময়, যৌথ অভিযান, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং আন্তর্জাতিক সমন্বয় জোরদারসহ নানা বিষয়ে আলোচনা হবে।

ইন্টারপোলের সাধারণ অধিবেশন হলো বৈশ্বিক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা বৃদ্ধির সবচেয়ে বড় আয়োজন। সন্ত্রাস দমন, সাইবার অপরাধ মোকাবিলা, মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, সীমান্তপারের অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশের সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক নীতিনির্ধারণসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু এখানে আলোচনায় আসে।

প্রতি বছর আয়োজিত এই সভায় সংস্থার নীতি, ভবিষ্যৎ পরিকল্পনা, বাজেট এবং কার্যক্রম নিয়ে সদস্য রাষ্ট্রগুলো সিদ্ধান্ত গ্রহণ করে।

চলতি বছরের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক নেটওয়ার্কে দেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন