

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ আদেশ জারি করেন।
নোটিশে তাকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিসি সারওয়ার আলম।
আদালত সূত্রে জানা গেছে, সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনায় দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এই শোকজ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক আবেদা হকের আইনজীবী অ্যাডভোকেট ইরশাদুল হক।
এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক সারওয়ার আলমের স্বাক্ষরিত চিঠিতে শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে বহিষ্কার করা হয়।
চিঠিতে বলা হয়, আবেদা হক ও রোকন উদ্দিন যথাযথ নিয়োগপত্র ছাড়াই জোরপূর্বক ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন এবং ওয়েবসাইট ও স্থানীয় পত্রিকায় এ পদবি প্রচার করেন, যা প্রতিষ্ঠানের সার্ভিস রুলসের পরিপন্থী।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
