শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে মোবাইল বিক্রির দোকান খুলল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশের মোবাইল মার্কেটগুলো আজ বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিকভাবে খুলেছে। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজত থেকে গতকাল বুধবার সন্ধ্যায় মুক্তি দেওয়ার পর ব্যবসায়ীরা দোকান খোলার সিদ্ধান্ত নেন।

এর আগে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে এমবিসিবি ঘোষণা দেয় যে, সেক্রেটারি পিয়াসকে ওইদিনের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন এবং সব মোবাইল বিক্রির দোকান বন্ধ রাখবেন।

ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার রাতে আবু সাঈদ পিয়াসকে ডিবি আটক করার প্রতিবাদে তারা মোবাইল বিক্রি বন্ধ রাখেন। তবে গতকাল সন্ধ্যায় পিয়াস মুক্তি পাওয়ার পর আজ থেকে দেশের সব মোবাইল মার্কেট স্বাভাবিকভাবে খোলা হয়েছে। এর ফলে গতকাল মার্কেট বন্ধ থাকায় দুর্ভোগে পড়া ক্রেতা-বিক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

মুক্তি পাওয়ার পর আবু সাঈদ পিয়াস গণমাধ্যমকে জানান, তাকে আটকের উদ্দেশ্য ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘এনইআইআর বাস্তবায়ন : মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন বন্ধ করে দেওয়া। কিন্তু তার আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন থেকেই ব্যবসায়ীরা প্রতীকী ধর্মঘটের ঘোষণা দেন। তিনি বলেন, “যেহেতু আমাকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে, ব্যবসায়ীরা রাতেই সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে সারা দেশের সকল মোবাইল মার্কেট খোলা থাকবে। আমাকে আটকে সংবাদ সম্মেলন ঠেকানোর চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন