

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকার অবৈধভাবে আনা, চোরাচালানকৃত এবং ক্লোন করা মোবাইল ফোন ব্লক করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার (১৯ নভেম্বর) এই সিদ্ধান্তের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, এসব বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি, সাইবার সুরক্ষা এবং টেলিযোগাযোগের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিডা, ব্যাংকিং খাত, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, বিএফআইইউ এবং এনবিআর দীর্ঘদিন ধরে এ বিষয়ে সুপারিশ করে আসছে।
তার ভাষায়, অবৈধ মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে নানা ধরনের অপরাধ ঘটে—
ভুল সিম রেজিস্ট্রেশন/eKYC, জুয়া ও এমএলএম প্রতারণার বাল্ক এসএমএস, ভুয়া এমএফএস রেজিস্ট্রেশন, অনলাইন স্ক্যাম ও জুয়া পরিচালনা, ক্লোন হ্যান্ডসেট ব্যবহার, ট্যাক্স-শুল্ক ফাঁকি, বিদেশ থেকে অবৈধ আনবক্সড ফোন আমদানি, লাগেজ পার্টি ও সীমান্ত চোরাচালান, এবং স্থানীয় মোবাইল শিল্পের ক্ষতি।
তিনি আরও বলেন, ভুয়া এইচএস কোড, লাগেজ পার্টি বা সীমান্ত দিয়ে মোবাইল আনার মতো অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—ডিজিটাল অপরাধ বৃদ্ধির পথও বন্ধ করা হবে। এখানে কোনো ব্যতিক্রম বা ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন
