মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম
নির্বাচন ভবন
expand
নির্বাচন ভবন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, এই তালিকাই জাতীয় নির্বাচনের জন্য চূড়ান্ত বলে গণ্য হবে।

এর আগে ৩ নভেম্বর প্রাথমিক বা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

সংখ্যাগুলো হলো—পুরুষ ভোটার: ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন।

নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন।

হিজড়া ভোটার: ১ হাজার ২৩০ জন

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারাই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন