শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম
expand
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম

পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে নিজের বাসভবন থেকে তাকে আটক করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

ডিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা তথ্য যাচাই করে তাকে বাসা থেকে আটক করা হয়। পরে নাহিদুল ইসলামকে সংশ্লিষ্ট তদন্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে এবং স্থানীয় জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে নাহিদুল ইসলামকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন