

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দল থাকলে ভিন্নমত থাকবেই। সবাই যদি একইভাবে চিন্তা করত, তবে আলাদা দল গঠনের প্রয়োজন হতো না। তাই মতবিরোধ থাকলেও নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে।’
নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয়।’
শফিকুল আলম আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে এবারকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এ নির্বাচন সামনের রাজনৈতিক প্রক্রিয়া ও ভবিষ্যতের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবেই।’
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
