

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের সময়ও সড়কে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, “অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। তবে কোথাও যেন কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সে বিষয়ে পরিবহন মালিক ও প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।”
তিনি আরও জানান, এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে এবং চিঠিতে প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সাইফুল আলম বলেন, “১০ নভেম্বর দিনগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের আগুন দেওয়া একটি বাসে এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।”
নিহত ও আহত শ্রমিকদের প্রতি প্রতিবাদ জানিয়ে বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। তারা আজ রাতভর ও আগামীকালও টার্মিনাল পাহারা দেবেন বলে জানিয়েছেন এই পরিবহন নেতা।
মন্তব্য করুন