বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে এগিয়ে যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
expand
প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে এগিয়ে যারা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সরকারের গুরুত্বপূর্ণ এই অধিদফতর প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন প্রায় অর্ধ ডজন কর্মকর্তা।

দেশের গ্রামীণ ও শহরাঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সংস্থাটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে সংস্থাটির প্রধান প্রকৌশলী পদটি শূন্য থাকায়, পদোন্নতির প্রতিযোগিতায় রয়েছেন অধিদপ্তরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। জানা গেছে, গ্রেডেশন পদ্ধতি না থাকায় জোষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান প্রকৌশলী পদের জন্য যোগ্য ব্যাক্তিকে বাছাই করা হতে পারে।

কারণ, বর্তমানে ডিপিএইচই-তে কোনো আনুষ্ঠানিক গ্রেডেশন পদ্ধতি কার্যকর নেই। ফলে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, প্রকল্প বাস্তবায়নে সাফল্য এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতেই মূলত উপযুক্ত ব্যক্তিকে বাছাই করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রের মাধ্যমে জানা গেছে, পদোন্নতির দৌড়ে এগিয়ে থাকা কর্মকর্তাদের মধ্যে মোঃ তবিবুর রহমান তালুকদার, এহতেশামুল রাসেল খান, মোঃ জামানুর রহমান, মোঃ শফিকুল হাসান, মোঃ আব্দুল আউয়ালের নাম রয়েছে।

এর আগে সর্বশেষ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলী হিসেবে মীর আব্দুস সাহিদ দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদ শেষে পদটি শূন্য রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ তৎপরতা, সুপারিশ ও মূল্যায়ন প্রক্রিয়া ইতোমধ্যেই জোরদার হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, শিগগিরই মন্ত্রণালয় থেকে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তার নাম ঘোষণা করা হবে, যা ডিপিএইচই’র ভবিষ্যৎ কার্যক্রমে নতুন গতি আনবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন