শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসির ৬১ কর্মকর্তাকে বদলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
expand
ইসির ৬১ কর্মকর্তাকে বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ে কর্মরত মোট ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের ৪৯ জন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি বা পদায়ন করা হলো। একই দিনে জারি হওয়া অপর দুটি আদেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদে আরও ১২ জনকে বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই তারিখ থেকেই তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে ধাপে ধাপে আরও বদলি করা হবে। বিশেষ করে ২০২৪ সালের সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন