

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম আশা প্রকাশ করে বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়সূচি থেকে কেউ সরে আসতে চাইলে তা জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন শুধু সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে না, সমাজের বিভিন্ন অংশ এবং রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতারও প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, ভালো নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলো ও সমাজকে এগিয়ে আসতে হবে। তারা যদি আন্তরিক হয়, তাহলে নিশ্চয়ই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
শফিকুল আলম আরও উল্লেখ করেন, জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতে পারবে না। তিনি উদাহরণ হিসেবে ডাকসু নির্বাচনের কথা টেনে বলেন, “ডাকসুতে আমরা উৎসবমুখর ও সুন্দর নির্বাচন দেখেছি। একই পরিবেশ জাতীয় নির্বাচনেও নিশ্চিত করা সম্ভব।”
তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ও সৎ থাকলে আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    