সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
expand
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩ টায় সাইনবোর্ট এলাকায় ঢাকার প্রবেশপথ অবরোধ করেন ছাত্রজনতার ব্যানারে নেতারা। সড়কের দুইপারেই বাঁশ দিয়ে সড়ক বন্ধ করা হয়।

অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীরা ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘যদি চাও মুক্তি, ছাড়ো ভারত প্রীতি’, ‘সাইদ থেকে হাদি, আজাদী আজাদী’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

এই অবরোধ অংশগ্রহণ করেন, নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য আমিনুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলার সমন্বয়কারী জাবেদ আলম, জেলা যুবশক্তির সিনিয়র সংগঠক জাহিদুল হক বাঁধন, জারিফ কামরান অনন্ত। ছাত্র শক্তির সংগঠক নাজমুল হাসান, জহিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন। মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব হৃদয় ভুঁইয়া প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X