সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আবদুল্লাহ কে, আমার সঙ্গে পরিচয় নেই: বিএনপির প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী
expand
বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও একই আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহের সঙ্গে তাঁর কোনো পরিচয় নেই।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং কখনো তাঁর সঙ্গে সাক্ষাৎও হয়নি। ফলে তাঁকে নিয়ে মন্তব্য করার সুযোগ নেই বলেও জানান বিএনপির এই প্রার্থী।

নির্বাচনী লড়াই প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, প্রতিদ্বন্দ্বিতা দ্বিমুখী না ত্রিমুখী—এই হিসাব তিনি করেন না। তাঁর ভাষায়, নির্বাচন মানেই চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ নিয়েই তিনি বরাবর মাঠে নেমেছেন। এবারের নির্বাচনেও একই মনোভাব নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।

নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। তবে এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X