বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার প্রতি সর্বোচ্চ যত টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার।

সোমবার (৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করে, যাতে নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ, জামানতের পরিমাণ বৃদ্ধি, জোটের রাজনীতিতে প্রতীকের ব্যবহার এবং নির্বাচনে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের প্রকাশিত এই অধ্যাদেশে নির্বাচনী বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ সংশোধন ও সংযোজন এসেছে, যা আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে বড় প্রভাব ফেলবে।

নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আরপিও অনুচ্ছেদ ৪৪ অনুযায়ী:

ভোটার প্রতি ব্যয়সীমা: এখন থেকে একজন সংসদ সদস্য প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা নির্বাচনী ব্যয় হিসেবে খরচ করতে পারবেন।

জামানতের পরিমাণ বৃদ্ধি: অনুচ্ছেদ ১৩ সংশোধন করে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

আরপিও সংশোধনের সবচেয়ে আলোচিত দিক হলো জোটগত নির্বাচনের প্রতীক সংক্রান্ত বিধান। অনুচ্ছেদ ৯০ সহ সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন এনে সরকার এই অধ্যাদেশ জারি করেছে যে:

নিজ দলের প্রতীকে ভোট: নিবন্ধিত দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করলেও, জোট মনোনীত প্রার্থীকে বড় দল বা অন্য কোনো দলের প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না। প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিবন্ধন ও প্রতীক: দল নিবন্ধন এবং আর্থিক অনুদানের পাশাপাশি, কোনো দলের নিবন্ধন স্থগিত হলে তার প্রতীক স্থগিত করার বিধান যুক্ত করা হয়েছে।

এই বিধানের ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোটের রাজনীতিতে প্রতীকের ব্যবহারে স্ব-স্ব দলের স্বাতন্ত্র্য রক্ষা করা বাধ্যতামূলক হলো।

নির্বাচনে অসত্য, অপতথ্য এবং প্রযুক্তি নির্ভর অপব্যবহার বন্ধ করতে নতুন বিধান যুক্ত করা হয়েছে:

আইনভঙ্গের বিধান: অনুচ্ছেদ-৭৩ এ মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অপব্যবহার করে প্রার্থী ও দলের বিষয়ে অপরাধের বিধান যুক্ত করা হয়েছে।

এছাড়াও, নির্বাচন কর্মকর্তাদের বদলির বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শকের বিষয়টি যুক্ত করা হয়েছে এবং অনুচ্ছেদ ৭৪, ৮১, ৮৭, ৮৯ এ ছোটোখাটো পরিমার্জন আনা হয়েছে।

আরপিও সংশোধন হওয়ায়, এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন