রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় জুলাই আন্দোলনের আহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
আরমান আহমদ শাফিন
expand
আরমান আহমদ শাফিন

রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে আরমান আহমদ শাফিন (ঢাকা কলেজ, দর্শন বিভাগ, ২০১৯–২০ সেশন) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন এবং “জুলাইযোদ্ধা সংসদ”-এর সাবেক আহ্বায়ক হিসেবেও পরিচিত ছিলেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখানের ৮ নম্বর সেক্টর সংলগ্ন বাসা থেকে তার দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আরমান ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

আরমান অনলাইনভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রেইনার হিসেবে কাজ করতেন। পরিবারের সদস্যরা জানান, দুপুরের পর অনেকক্ষণ দরজা বন্ধ থাকায় তাঁকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরে পুলিশে খবর দেওয়া হয়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন