শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি দেশে নেই: প্রেস সচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
expand
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক মতভেদ থাকবেই—এটাই গণতন্ত্রের নিয়ম। তবে এসব মতবিরোধ বা উত্তপ্ত পরিস্থিতি কোনোভাবেই জাতীয় নির্বাচনের সময়সূচিকে প্রভাবিত করতে পারবে না।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর আয়োজিত মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন এর পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদই চূড়ান্তভাবে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন। তবে যা-ই সিদ্ধান্ত হোক না কেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারির পর নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি দেশে নেই।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা সব সময় এমন সিদ্ধান্তই নিচ্ছেন, যা জনগণের মঙ্গল, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সকল রাজনৈতিক দলের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। একাধিক কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে, অর্থনীতিতে পুনরুদ্ধার এসেছে, বিচার কার্যক্রমও চলছে। আগামী ১৮ তারিখে আদালত সম্ভবত শেখ হাসিনার মামলার পরবর্তী তারিখ ঘোষণা করবে। তাছাড়া অন্যান্য জাতীয় ইস্যুতেও কাজ অব্যাহত আছে।

প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা ভবিষ্যতের স্থিতিশীলতার ভিত্তি তৈরি করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমি। উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন