

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার বিজয়ী হয়ে বাংলাদেশকে গৌরবান্বিত করা হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
জানা গেছে, কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশ্বজয়ী হাফেজ।
ত্বকী আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করে ইতিহাস গড়েন তিনি। এছাড়া কুয়েত ও বাহরাইনেও কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।
তার শিক্ষক ও মারকাযুত তাহফিজ প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ কুমিল্লার মুরাদনগর উপজেলার নিজ গ্রাম ডালপায় দাফন করা হবে।
২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম স্থানীয় একটি মাদরাসার শিক্ষক। একমাত্র সন্তানের অকালমৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বকীর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মন্তব্য করুন
