শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পিএম
expand
সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আসন্ন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে অনুষ্ঠান-সংক্রান্ত প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সেখানে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের চলমান উদ্যোগ ও আসন্ন সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়া বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

সূত্র জানায়, বৈঠকে আনিসুল হক ও সালমান এফ রহমানসহ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। কমিশন জানিয়েছে, এই তদন্ত আগামী ৮ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

এদিকে আসন্ন স্বাক্ষর অনুষ্ঠানটি আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, কূটনৈতিক প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X