

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার ফিলিস্তিন দূতাবাস বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে ফিলিস্তিনের পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের জন্য।
শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এই কৃতজ্ঞতা প্রকাশ করে।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়। এটি দুই দেশের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করেছে। তবে ভবিষ্যতে বাংলাদেশ এই পদে আগ্রহী থাকবে বলে সরকার জানিয়েছে।
প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিন ওই পদে প্রার্থী হওয়ায় বাংলাদেশ তার প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।
এর আগে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান উল্লেখ করেছিলেন, “দুর্ভাগ্যবশত, এ বিষয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তবে ভ্রাতৃত্বসম্পন্ন দেশগুলোর মধ্যে এ ধরনের প্রতিযোগিতা আমাকে গর্বিত বা খুশি করে না।”
পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আমরা দিয়েছিলাম চার বছর আগে। আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। ফিলিস্তিন অনেক পরে এতে যোগ দেয় এবং আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। তবে স্বাভাবিকভাবে যোগাযোগ করা উচিত ছিল।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    