শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৪ পিএম
প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
expand
প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

নিখোঁজ দুই শিশু হলো-কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে অঙ্কিতা (৩) ও একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্র জানায়, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা নদীতে ডুবে যায়। নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়। পাশের আরেকটি নৌকা ধাক্কা দেয়ার কারণে দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ তন্ময়ের পিতা, তাপস মনিদাস জানিয়েছেন, “আমরা সবাই নৌকার উপরে ছিলাম, আর শিশুরা নিচে। বারবার বললেও তারা আমাদের সঙ্গে থাকতে চায়নি। আনন্দ করতে নৌকার নিচে ছিল, আর তখনই দুর্ঘটনা ঘটে।”

ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ইনর্চাজ, ইফতেখার রায়হান চৌধুরী বলেন, “নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান শুরু করা হয়েছে। নদীতে প্রচুর প্রবাহ থাকায় উদ্ধার কাজ কিছুটা জটিল হয়ে উঠেছে। ইতিমধ্যে টঙ্গী ফায়ার সার্ভিস ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন এবং আশার আলো দেখাচ্ছেন যে, শিশুদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন